কখনও হাজি, কখনও কনট্রাকটর, কখনো বা মৌলভি নিশো

একজন নিশোকে এবার একসঙ্গে বেশ কয়েকটি রূপে দেখা যাবে। কখনও হাজি, কখনও কনট্রাকটর, কখনো বা মৌলভি। আর এটি ঘটবে নতুন ধারাবাহিক ‘গোল্ডেন ভাই’-এ। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

তিনি জানান, ‘সাধারণত ধারাবাহিক নাটকে ইনডোর শুটিং বেশি করার একটা প্রবণতা থাকে। এই নাটকের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। বেশিরভাগ কাজ হয়েছে আউটডোরে। ব্যবহার করা হয়েছে ড্রোন ক্যামেরাও।
নাটকটি অ্যাকশন ও কমেডি ধাঁচের। থাকছে অপরাধ জগতের প্রভাবও। এ কারণেই নিশো বেশ কয়েকটি চেহারায় দেখা যাবে।

এতে আরও অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, নাদিয়া মীম, সারওয়াত আজাদ বৃষ্টি, আরফান নিশো, শতাব্দী ওয়াদুদ, অপর্ণা, ফারুক আহমেদ, শিমুল সরকার, আশরাফুল আশিষ, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকার, তানিয়া আহমেদসহ অনেকে।

নাটকটি আজ (১২ মার্চ) থেকে চ্যানেল আইয়ের পর্দায় প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে।