কর্মীদের জন্য মাইক্রোসফটের অভিনব গাছবাড়ি! (ভিডিও)

কর্মচারীদের জন্য অভিনব অফিস বানিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। গাছের ওপর নির্মিত হয়েছে সেই অফিস।

এই অফিসকে বলতে পারেন ‘গাছবাড়ি’। একটি নয়, তিনটি।

কর্মচারীরা যাতে হাত,পা ছড়িয়ে খুশিতে কাজ করতে পারেন,তাদের সৃজনশীলতার প্রকাশ যাতে হয় আরও বেশি করে,সেই লক্ষ্যেই ওই গাছবাড়ি বানিয়েছে এ টেক জায়ান্ট।

গাছবাড়ি অফিসটি বানানো হয়েছে বিশিষ্ট স্থপতি পেট নেলসনের নকশামাফিক। এই গ্রীষ্মেই বানানো হয়েছে সেটি। প্রতিষ্ঠানটির ৫০০ একর জমির ‘রেডমন্ড’ ক্যাম্পাসটাই বানানো হয়েছে গাছ দিয়ে। তার মধ্যে দু’টি গাছবাড়ি রয়েছে পাশাপাশি।

১২ ফুট উঁচু ওই গাছবাড়িগুলির দেওয়াল পোড়া কাঠের। বাইরের ওয়াই-ফাই নেটওয়ার্কও কাজ করবে সেখানে।

কর্মচারীরা যেখানে কাজ করবেন, সেই বেঞ্চগুলির কোনও ক্ষতি হবে না শীত,গ্রীষ্ম,বর্ষায়।

সেখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। রয়েছে একটি বারবিকিউ রেস্তোরাঁও। মেঝেটা এমন ভাবে বানানো হয়েছে যাতে দৃষ্টিহীন কর্মচারীদেরও আসা,যাওয়া করতে কোনও অসুবিধা না হয়। গাছবাড়িতে কর্মচারীদের জন্য যে চেয়ারগুলি রয়েছে,সেগুলিতে মরচে পড়বে না কোনও দিনই। বাইরে রয়েছে গ্যাসের ফায়ার প্লেস। সেই অফিসের সামনের লনে সূর্যের আলো পড়লে ফুটে ওঠে মাইক্রোসফ্টের লোগো।

তিনটি গাছবাড়ির মধ্যে দু’টি কর্মচারীদের জন্য। তৃতীয়টি একটি লাউঞ্জ। যা এ বছরের শেষে চালু হবে।