কলকাতা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল আটটার দিকে হাসপাতালের এমসিএইচ বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর রোগীদের হাসপাতাল থেকে বের করে আনা হচ্ছে। রোগীদের ভবনের বাহিরে আপাতত শুইয়ে রাখা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে আগুন লাগার পর ওই এলায় ধোঁয়ায় ঢেকে গেছে। কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত অন্তত ২৫০ রোগীকে বের করে আনা সম্ভব হয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।