‘কলঙ্ক নয়, খালেদা জিয়া জাতির অলঙ্কার’

‘খালেদা জিয়া জাতির কলঙ্ক নন, তিনি জাতির অলঙ্কার’ – এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি।’

খালেদা জিয়া জাতির কলঙ্ক বলে গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন আমান।

তিনি বলেন: ‘খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে নির্জন কারাগারে রেখে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন তখন তিনি তার পছন্দমত স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। অথচ আজ খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে না। এটা সরকারের ষড়যন্ত্র।’

‘খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার গণতন্ত্রকে কারাগারে বন্দী করে রেখেছে। আপনারা অবিলম্বে তাকে মুক্তি দিন। না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কারামুক্ত করা হবে।’

আমান আরো বলেন, ‘যতই চেষ্টা করুন খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। তাই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।’

তারেক জিয়া সাইফার ফোর্স নামক সংগঠনের আয়োজিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান।