কলারোয়ায় জামায়াতের আমিরসহ ৭ নেতাকমী আটক

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় ২০দলীয় জোটের নেতাকর্মীরা আগামী ৮ই ফেব্রয়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে নাশকতার চেষ্টার সময় ককটেল, ম্যাচ, কাঁঠের লাঠি, রামদাসহ ৭ ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা থেকে নাশকতার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ওসমান গণি (৪৪), পাইকপাড়া গ্রামের নূরু আলী মোড়লের ছেলে বিল্লাল হোসেন (৩৮), গোয়ালচাতর গ্রামের মৃত জহির সরদারের ছেলে আব্দুল মান্নান (৩৯), দলুইপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ইমামুল ইসলাম (৫০), বোয়ালিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মোবারেক আলী (৫৫), সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন সরদারের ছেলে বাকি বিল্লাহ (৩২) ও পৌর সদরের মুরারীকাটি গ্রামের মান্নান মিস্ত্রির ছেলে সাইদুল ইসলাম (৩০) কে আটক করে। কলারোয়া থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এসআই পিন্টু লাল দাস ও সোলাইমান আক্কাসের নেতৃত্বে ওই রাতে পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে নাশকতা কর্মকান্ডে লিপ্ত থাকার সময় হাতে নাতে ককটেল, ম্যাচ, কাঁঠের লাঠি, রামদা উদ্ধারসহ এজাহার নামধারী ৭ জন ব্যক্তিকে আটক করেন। এঘটনায় কলারোয়া থানায় একটি নাশকতা মামলা নং-৩(২)১৮ দায়ের হয়েছে।