কলারোয়া দেয়াড়ায় বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা প্রদান

সরদার কালাম, (দেয়াড়া) কলারোয়া : সারা দেশের গরীব অসহায় মানুষের সেবা ও সহযোগিতা প্রদানের ন্যয়, কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানে বাংলাদেশ সরকারের বিশেষ অনুদান, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার কৃষি ব্যাংক সংলগ্ন, খোরদো স্বাস্থ্য ক্লিনিক চত্বরে , ৯ টি ওয়ার্ডের লিস্টভুক্ত বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ঐ কার্ড বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান ও সেক্রেটারি মনতুজ সেন গুপ্ত এর অনুমতিতে, প্রতিটি ওয়ার্ডের দায়িত্ব্যেরত চৌকিদারদের তত্ত্বাবধানে, লিস্টভুক্ত বয়স্ক ও প্রতিবন্ধীদের সহী গ্রহনের মাধ্যমে ঐ কার্ড প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, ইউনিয়ন সেক্রেটারি মনতুজ সেন গুপ্ত বলেন, দেয়াড়া ইউনিয়ানে বয়স্কদের মাঝে কার্ড বিতরণ করা হয় ৪৫৪ জন, এবং প্রতিবন্ধী কার্ড ১৫১ জনকে প্রদান করা হয়!

তাছাড়া তিনি আরও জানান যে, প্রত্যেক বয়স্কদেরকে ৩ মাসের কোটা ভিত্তিক ৫০০ টাকা হারে ১৫০০ টাকা, এবং প্রতিবন্ধীদেরকেও একই কোটায় ৭০০টাকা করে ২১০০ টাকা প্রাপ্ত!

এবং আগামী কয়েক দিনের মধ্যেই বিধবাদের মাঝেও কার্ড বিতরণ করা হবে বলে মনতুজ সেন গুপ্ত জানান !

প্রত্যেক বয়স্ক ও প্রতিবন্ধীরা মঙ্গলবার বিকাল প্রায় সাড়ে তিনটা পর্যন্ত খোরদো কৃষি ব্যাক থেকে টাকা উত্তোলন করেন।