কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে ২ বাংলাদেশী হস্তান্তর

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে ২বাংলাদেশীকে হস্তান্তর করেছে। শুক্রবার সকালে কাকডাঙ্গা বিওপির হাবিলদার সানজাহান আলী খন্দকার জানান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের নুর ইসলাম ফরাজির মেয়ে মেঘলা বেগম(২৫) ও সাতক্ষীরার পাটকেলঘাটা হরিণাখোলা গ্রামের মৃত চিত্র রঞ্জন সরকারের ছেলে কুমারেশ সরকার(২২) অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় টহলরত বিএসএফ সদস্যেদের হাতে আটক হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ভাদিয়ালী মেইন পিলার ১৩/৩এস আর ৬ আরবির কছে এক পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-২(২)১৭ দায়ের হয়েছে।