কষ্টে আছি || অনিন্দ্য আসাদ

কষ্টে আছি
অনিন্দ্য আসাদ


কষ্টে আছি খুব কষ্টে
যতটা কষ্টকে বুকে ধরে
ঐ আকাশ হয়েছে অথৈ নীল
ঠিক ততটাই কষ্টে আছি।

কষ্টে আছি খুব কষ্টে
যতটুকু কষ্ট বুকে জমা হলে
তুলোর মতন শুভ্র মেঘগুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়ে
ঠিক ততটাই কষ্টে আছি।

কষ্টে আছি খুব কষ্টে
যতটুকু কষ্ট আঘাত হানলে
সুনীল সাগর ফুলে ওঠে
তীরে এসে ভেঙ্গে পড়ে
ঠিক সেরকম কষ্টে আছি।

কষ্টে আছি খুব কষ্টে
যতটুকু কষ্ট হৃদয়ে জমলে
পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে নামে
ঠিক ততটাই কষ্টে আছি।

কষ্টে আছি খুব কষ্টে
যতটুকু কষ্ট জমা হলে
প্রেমিক মুহুর্তে বিপ্লবী হয়ে ওঠে
ঠিক সেরকম কষ্টে আছি।

কষ্টে আছি খুব কষ্টে
যতটুকু কষ্ট হৃদয়ে জমলে
মানুষ সহসা কবি হয়ে ওঠে
ঠিক ততটাই কষ্টে আছি,
কষ্টে আছি
খুব কষ্টে।