কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলেন রেলমন্ত্রী

কাউন্টারে গিয়ে টিকিট কাটলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ সকাল ১০ টার দিকে কমলাপুর রেলস্টেশনে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটেন। ঢাকা-পঞ্চগড়ের টিকেট কেনেন মন্ত্রী।

এ সময় তিনি অগ্রিম টিকেট প্রত্যাশীদের সাথে কথা বলেন, যাত্রীদের নানা অভিযোগ শুনেন।

এসময় মন্ত্রী বলেন, টিকেট কালোবাজারীরোধে কঠোর ব্যবস্থা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনলাইনে টিকেট নিয়ে ভোগান্তির সত্যতা পাওয়া গেছে, এ বিষয়ে অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সদুত্তর দিতে ব্যর্থ হলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে।

এদিকে আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি কার্যক্রম। টিকিট কিনতে এনআইডির ফটোকপি লাগছে বলে জানিয়েছেন যাত্রীরা। কমলাপুর স্টেশনে জড়ো হওয়া টিকিট প্রত্যাশীরা অনলাইনে টিকিট না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন।

এবার সাধারণ যাত্রীদের জন্য কাউন্টার থেকে ১৪৮৫টি টিকিট বিক্রি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনলাইন থেকে ৫০ ভাগ টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।