কারাগারের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ১জন নিহত, আহত এসবির সদস্য

রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। একই ঘটনায় কারাগারে দায়িত্বরত পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন আহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অনুসন্ধান ভবনে তারা দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারে জড়িয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। অপর একজন এসবি সারওয়ার ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, নিহত ওই ব্যক্তির পকেটে মোবাইল রয়েছে, তবে তা লক করা, খোলা যাচ্ছে না। এছাড়া এখনো কোনো কলও আসেনি। তার সাথে কোনো পরিচয়পত্রও নেই। যে কারণে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

অপর আহত এসবির সারওয়ার এখন সুস্থ আছে বলেও জানান তিনি।