কাশ্মীরে ১৪৪ ধারা জারি, সাবেক দুই মুখ্যমন্ত্রী গৃহবন্দী

জম্মু-কাশ্মিরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সোমবার, রাজ্যটির নিরাপত্তা ইস্যু নিয়ে মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রোববার গভীর রাতে, সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়।

টুইটবার্তায় তারা দু’জনই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একইসাথে, পিপলস কনফারেন্স প্রধান সাজাদ লোনকেও নিজ বাসভবনে আটক রাখে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এছাড়া, উপত্যকার মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। নিরাপত্তার অজুহাতে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠানও। এর আগে, অমরনাথের হিন্দু তীর্থযাত্রী এবং পর্যটকসহ আড়াই লাখ বহিরাগতকে রাজ্যটি থেকে সরিয়ে নেয়া হয়।

মোতায়েন করা হয় ৩৫ হাজার অতিরিক্ত নিরাপত্তা সদস্য। কাশ্মিরীদের শঙ্কা- অধিবাসীদের দেয়া বিশেষ সম্মান সংবিধানের ৩৫ নম্বর অনুচ্ছেদ বিলোপের চেষ্টা করছে ভারত।