কিশোরগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড.আমির বন্যা দূর্গতদের পাঁশে দাঁড়ালেন

হামিদা আক্তার, নীলফামারী : মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে। আসুন আমরা সকলে মিলে বন্যাদূর্গতদের পাশে দাঁড়াই। একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেই। কথাগুলি বুকে ধারণ করে নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পুর্নবাসন সোসাইটি, যুব কমান্ড, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি, নীলফামারী জেলা যুবলীগের সহ আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের কিশোরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহবায়ক এবং কিশোরগঞ্জের গণমানুষের জনপ্রিয় নেতা এ্যাডভোকেট মো: আমিরুল ইসলাম আমীর বন্যায় ক্ষতিগ্রস্ত দূর্গত মানুষের র্দূশায় পাশে দাঁড়ালেন। তিনি কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে বন্যা বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ, খাবার স্যালাইন, শুকনা খাবারসহ একটি প্যাকেজ খাদ্য সামগ্রী বিতরন করেন। আকর্ষিক ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বগুলাগাড়ী গুচ্ছগ্রামে প্রায় সহ¯্রাধিক পরিবার পানিতে ডুবে পানি বন্দি হয়ে পড়েন। মঙ্গলবার বিকালে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদখানা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক নির্মল রায়, স্বেচ্ছা সেবকলী তৌহিদুর রহমান, ইউপি সদস্য সম্ভুনাথ রায়,বীরমুক্তিযোদ্ধা বানেশ্বর রায়, বীরমুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা শুশান্ত রায়, দুলু মিয়া, মফেজ আলীসহ স্থানীয় শতাধিক আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ত্রান বিতরণের প্রাক্কালে জননেতা এ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম আমীর বন্যা দূর্গতদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভয় নেই, আমাদের জননেত্রী দুখী মানুষের কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাঁশেই আছে সর্বদা। আমরা তেনার নির্দেশেই আপনাদের কাছে ছুটে এসেছি। আমরাও আপনাদের পাঁশে থাকবো ইন্শাল্লাহ। তিনি আরো বলেন, আপনাদের সকলের দোয়া ও সমর্থন পেলে আমি আওযামীলীগের নৌকা প্রতীক নিয়ে নীলফামারী-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসতে চাই। তিনি বলেন, আমি সারাজীবনের অর্জিত শিক্ষা ও আওয়ামীলীগের আদর্শ বুকে ধারন করেই মাটি ও মানুষের রাজনীতিতে থাকতে চাই। আমার জীবনের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের পাঁশে থেকেই কাজ করে যেতে চাই।