কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহীতা মুলক এক উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব তাহিরুল ইসলাম মিঞা অনুষ্ঠানের শুরুতে ২ কোটি ৪৯ লক্ষ ৯৭ হাজার টাকার এক বিশাল উন্নয়ন মূলক বাজেট ঘোষনা করা হয়েছে। এ বছর গাড়াগ্রাম ইউনিয়নের জনসাধারণের চলাচলের কথা চিন্তা করে জন্য যোগাযোগ খাতে সর্বোচ্চ ৪৯লক্ষ টাকা ব্যয় নির্ধারণের টার্গেট নিয়েছে পরিষদ কর্তৃপক্ষ। ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশিদারিত্ব ও অংশগ্রহন মূলক এ বাজেট অনুষ্ঠানটিতে সার্বিক ভাবে সহযোগীতা করেছেন কেয়ার বাংলাদেশের যাত্রা প্রকল্প। জনগণের অংশীদারিত্ব ও অংশগ্রহমূলক এ অনুষ্ঠানে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন। দুপুর থেকে ইউনিয়নের সাধারণ মানুষকে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত করতে শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সকল সদস্যরা উদ্বুদ্ধ করেন। বাজেট ঘোষনার পরে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান, নীলফামারী জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য ফারূক হোসেন মিথুনসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের ফ্যাসিলেটেটর আইনুল হক।