কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত ৩০০০ নথি প্রকাশ হচ্ছে

ক্ষমতায় থাকাকালে আতাতায়ীর গুলিতে নিহত হন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জন এফ কেনেডি। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ১৯৬৩ সালের নভেম্বরে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আমেরিকান প্রশাসন কেনেডির হত্যাকাণ্ড সম্পর্কিত প্রায় ৩০ হাজার নথি প্রকাশ করেছে। এবার অবশিষ্ট প্রায় তিন হাজার নথিও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ থেকে আগামী ২৬ অক্টোবর নথিপত্রগুলো প্রকাশের কথা রয়েছে। এগুলো প্রকাশের অধিকার রাখেন দেশের প্রেসিডেন্ট। রবিবার সকালে টুইটারে ট্রাম্প এসব তথ্য প্রকাশের বিষয়ে অনুমতি দেবেন বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট হিসেবে আমি জন এফ কেনেডির বিষয়ে অপ্রকাশিত এবং ক্লাসিফাইড তথ্য প্রকাশের অনুমতি দিতে যাচ্ছি।