কেন কর্মীদের আইফোন বর্জন করতে বললেন জাকারবার্গ?

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার প্রতিষ্ঠানের কর্মীদের আইফোনের পরিবর্তে কেবল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বলে খবর দিয়েছে মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস।

মার্কিন গণমাধ্যম এমএসএনবিসি’র এক সাক্ষাৎকারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ফেসবুকের সমালোচনা করার পর জাকারবার্গ এ নির্দেশ দেন।

গত মার্চে ওই সাক্ষাৎকারে ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে ফেসবুককে খোঁচা দেন অ্যাপলের কর্ণধার টিম কুক।

তিনি বলেছিলেন, ‘আইফোনসহ সংস্থার অন্যান্য গ্যাজেট ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না অ্যাপল। গোপনীয়তা আসলে মানবাধিকার।’

এই মন্তব্যে জাকারবার্গ ‘ভয়ঙ্কর রেগে যান’ বলে জানায় নিউইয়র্ক টাইমস।

অনেকেই মনে করেন, টিম কুক হয়তো ফেসবুককে উদ্দেশ্য করে বলেননি। সাধারণভাবে গ্রাহকের গোপনীয়তা রক্ষার বিষয়টিই বলেছেন।

আবার একটি অংশ মনে করেন, ওই বক্তব্যে আসলে ফেসবুকের কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির দিকেই সুক্ষ্ম খোঁচা দিয়েছেন অ্যাপল সিইও।

কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে জানা যায়, বহু ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফেসবুক জানায়, আমরা আমাদের কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহার করতে উৎসাহিত করছি বহুদিন ধরে। কারণ, এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।