কেন নিজেকে যোগ্য মনে করছেন তাবিথ?

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সঙ্গে নির্বাচনী মাঠে বিএনপি সমর্থিত প্রার্থী হয়ে লড়াই করেছিলেন তাবিথ আউয়াল। এবারও নির্বাচনী মাঠে বেশ তৎপর তিনি। এরই মধ্যে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেন তাবিথ আওয়াল।

নিজেকে কেন যোগ্য প্রার্থী মনে করছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘একই নির্বাচনে কিছুদিন আগে দল এবং ২০ দলীয় জোট আমাকে সমর্থন দিয়েছিল। যে সমর্থন পাওয়ার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। একটা বিশেষ জনমত তৈরি করতে পেরেছিলাম। কিন্তু ওই নির্বাচনটা দলের জন্য আশানুরূপ হয়নি। প্রত্যাশা অনুযায়ী হয়নি।’

‘‘আমি মনে করি, যে অভিজ্ঞতা ছিল, যে জনমত আমি ইতোমধ্যে তৈরি করতে পেরেছি, ভোটের অধিকার যারা হারিয়েছে তারা আবারও আশাবাদী আমাকে এবার ভোট দিয়ে নির্বাচিত করবে।’’

তাবিথ আউয়াল আরো বলেন, ‘ইতোমধ্যে মনোনয়ন পাওয়ার জন্য আমি দলের কাছে আমার আবেদন জমা দিয়েছি। এই যাত্রাতে আমি একটু অগ্রগামী হলাম। আমি গর্বিত, কারণ দল এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন দিতে যাচ্ছে যেখানে নবীণ এবং প্রবীণদের জন্য একই রকমের সহযোগিতা ও জায়গা রয়েছে নির্বাচনে অংশ নেয়ার জন্য।’

‘‘আমি অপেক্ষায় আছি। আজ রাতে মনে হয় আমাদেরকে ডেকে সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করবে। আমি আশাবাদী জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দেবে আগামী নির্বাচনে উত্তর সিটি থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। তারপরই আমি আমার প্রতিশ্রুতি ও প্রচারণা শুরু করবো।’’