কেরালার বন্যার্ত মানুষদের জন্য মর্মাহত আফ্রিদি

ভারতের কেরালার বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা দেশশের মানুষ। সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেকেই। বন্যার্ত মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

সাম্প্রতিক ইতিহাসে ভয়ঙ্করতম বন্যার সঙ্গে লড়াই করছেন কেরালবাসী। বৃষ্টি থামলেও, ত্রাণের জন্য হাহাকার চলছে ভারতের এই দক্ষিণ রাজ্যে। সাহায্যের হাত বাড়াচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকারাও।

বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

কেরালার বন্যার্ত মানুষদের জন্য দুঃখ প্রকাশ করে আফ্রিদি টুইটারে লেখেন,ভারতের কেরালার ভয়াবহ বন্যা দেখে আমি মর্মাহত। আফ্রিদি ফাউন্ডেশন আপনাদের সমব্যথী এবং সেখানকার ভাইবোনেদের পাশে আছে। আল্লাহ যেন আপনাদের কষ্ট লাঘব করে এবং তাড়াতাড়ি আপনারা যেন ত্রাণ পান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া বুমবুম খ্যাত আফ্রিদি নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করে থাকেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন দুঃস্থ মানুষের দিকে।