কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিপুল জনসমাগম

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছে কয়েক হাজার চাকরিপ্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশের বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ এবং বিভাগীয় শহরগুলোতেও একই কর্মসূচি পালন হচ্ছে।

রোববার বেলা ১১টার পর থেকে ঢাকা বিশ্বিদ্যালয়সহ রাজধানীর অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়।

পাঁচ দফা দাবির এ আন্দোলনের মূল স্লোগান হচ্ছে ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’।

তাদের দাবিগুলো হচ্ছে, কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে এ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদগুলো মেধা থেকে নিয়োগ দেওয়া, কোটার কোন ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়স সীমা নির্ধারণ এবং নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধার সুযোগ একাধিকবার না দেওয়া।