কোরআন পড়ার সময় মসজিদ থেকে ১২ ফিলিস্তিনি আটক

কোরআন পড়ার সময় পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের ভেতর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদলু।

জেরুজালেম ইসলামিক ওয়াকফের একজন মুখপাত্র ফিরাস আল-দিবসের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানায়, এক ডজন ইসরাইলি পুলিশ অফিসার মসজিদের ভেতর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করে। এ সময় তারা মসজিদের আঙিনায় কোরআন পড়ছিলেন।

১২ ফিলিস্তিনিকে কেন গ্রেফতার করা হয়েছিল?

আল-দিবসের মতে, প্রায় ৫৩ জন ইহুদি বাসিন্দারা সকাল থেকে তাদের পথ বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, মসজিদের ওপর ইহুদিবাদীদের হামলার আশঙ্কা ঘনিয়ে এসেছিল।

মুসলমানদের জন্য, আল-আকসা বিশ্বের তৃতীয় ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত করা হয়। এদিকে ইহুদিরা, ‘টেম্পল মাউন্ট’ হিসেবে এলাকাটি উল্লেখ করে, প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল বলে দাবি করে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সাল থেকে তারা ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে পূর্ব জেরুজালেমকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি ছাড়া তাদের রাজধানী হিসেবে দাবি করে আসছে।