কোরীয় সীমান্তের নাটকীয় ভিডিও প্রকাশ

উত্তর কোরিয়ার সৈন্য সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসার মতো আলোচিত ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়েছে। বুধবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সীমান্ত অতিক্রম করার সময় কীভাবে জ্যেষ্ঠ সহকর্মীরা তার ওপর গুলি চালিয়েছেন এবং পরে দক্ষিণ কোরিয়ার সেনারা তাকে উদ্ধার করেন।

ওই ভিডিওতে আরও দেখা যায়, উত্তর কোরিয়ার একজন সেনা গাড়ি নিয়ে অল্প সময়ের জন্য বিরোধপূর্ণ সীমান্ত অতিক্রম করে আবার ফিরে যান।

১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমঝোতা চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে এ ঘটনাকে বর্ণনা করেছে মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড।

পালিয়ে আসা সেনাকে অন্তত চারবার গুলি করা হয়েছে। গত ১৩ নভেম্বর আহত অবস্থায় সীমান্তবর্তী গ্রাম পানমুনজম থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

ভিডিওটি প্রকাশ করেছে মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড। এ ব্যাপারে তদন্তের জন্য উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতি জাতিসংঘ কমান্ড আহ্বানও জানিয়েছে।

তবে সীমান্তে উত্তর কোরিয়ার সেনারা গুলি চালালেও দক্ষিণ কোরিয়ার সেনারা কিংবা সীমান্তে দায়িত্বরত মার্কিন সেনারা পাল্টা গুলি চালায়নি।