কোহলিদের ২২৮ রানের টার্গেট দিল দ.আফ্রিকা

ভারতের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়। যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে কুপোকাত ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি। নিয়মিত বিরতিতে ব্যাটসম্যানের বিদায়ে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

২২৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৪ রানে ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত।

বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটনে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। বুমরাহর গতির সামনে প্রতিরোধ গড়তে পারেননি আমলা ও কুইন্টন ডি কক। দলীয় ৫.৫ ওভারে ২৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফ্রিকিা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চোটাক্রান্ত হন হাশিম আমলা। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকান এ মুসলিম ওপেনারের। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেননি আমলা। ইনিংসের তৃতীয় ওভারেই জসপ্রীত বুমরাহর শিকার হন তিনি।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও রিশি ভেন দা ডুসেন। তৃতীয় উইকেটে তারা ৫৪ রান যোগ করেন। দুই উইকেটে ৭৮ রান করা দক্ষিণ আফ্রিকার দলটি এরপর যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে হারায় ভেন দার ডুসেন, ডু প্লেসিস ও জেপি ডুমিনির উইকেট।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় স্কোর গড়া সম্ভব হয়নি আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, রিশি ভেন দার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্ডিল ফেহালুকাওয়ে, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাব্রিজ শাসম ও ইমরান তাহির।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জুযবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।