ক্যানেস চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সৌদি আরব

এবার চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সৌদি আরব। তরুণ নির্মাতাদের ৯টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ক্যানেস চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে রক্ষণশীল ইসলামী রাষ্ট্রটি। এ তথ্য জানিয়েছে বিনোদন সাময়িকী ভ্যারাইটি।

আগামী ১৪ ও ১৫ মে উৎসবের শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শিত হবে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।

৩৫ বছর নিষিদ্ধের বেড়াজাল টপকে সর্বসম্প্রতি দেশটির জেনারেল কালচার অথরিটি (জিসিএ) সৌদি চলচ্চিত্র কাউন্সিলের অনুমোদন দেয়।

উৎসবে সৌদি কর্তৃপক্ষ একটি আলাদা প্যাভিলিয়ন নির্মাণ করবে যেখানে আমন্ত্রিত অতিথিরা তাদের চলচ্চিত্র কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করতে পারবে এবং সৌদি চলচ্চিত্রের উন্নতির লক্ষ্যে তাদের মূল্যবান মতামত প্রকাশ করতে পারবে।

এ-প্রসঙ্গে সৌদি আরবের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও জিসিএ’র চেয়ারম্যান আওয়াদ আলওয়াদ বলেন, আমরা চলচ্চিত্র বিষয়ে আমাদের প্রথম পদক্ষেপটি নিতে যাচ্ছি। আমরা নিজেদের মেলে ধরতে চাই। আমরা আমাদের মেধা ও সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরতে চাই। এই বিষয়ে আমাদের অনেক উচ্চাশা আছে। আমরা আন্তর্জাতিক পর্যায়ে যেতে চাই এবং বিশ্বমানের কাজ করতে চাই।

সূত্র : ডেকন ক্রনিকল