ক্যান্সার আক্রান্তদের জন্য একসঙ্গে নগ্ন হলেন ২৫০০ নারী!

এক সঙ্গে নগ্ন হলেন ২,৫০০ জনেরও বেশি নারী। ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তাদের এই নগ্ন অবস্থা। শুধু তাই নয়, এভাবেই আয়ারল্যান্ডের সমুদ্রের ঠান্ডা পানিতে ১০ মিনিট সময়ও কাটালেন।

আয়ারল্যান্ডের উইকলোর মিয়েঘেরমোর বিচে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এই ‘স্ট্রিপ অ্যান্ড ডিপ’ নামক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাওবেনস পিঙ্ক টাই নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গত ৯ জুন এই এই উদ্যোগ নেয়।

জানা গেছে, আয়ারল্যান্ড ছাড়াও আরও ২২টি দেশের নারীরা এতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা হয় নিজে বা তাদের পরিবারের কেউ ক্যান্সার আক্রান্ত।এর মাধ্যমে মোট ১ লাখ ৫৩ হাজার ডলার ব্যবস্থা করা গেছে।

এর ফলে ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচের পাশাপাশি এক সঙ্গে এত জন নারী নগ্ন হওয়ায় গিনেস রেকর্ড করল সংস্থাটি। এর আগে ২০১৫ সালে ফিগ গ্রুপের আয়োজনে অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ সমুদ্র সৈকতে ৭৮৬ জন নারী এক সঙ্গে নগ্ন হয়েছিলেন।