ক্ষমতা হারালেও দাপট কমেনি ডিআইজি মিজানের (ভিডিও)

প্রত্যাহার ঘোষণার পরও ডিআইজি মিজান সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র স্পেশাল করেসপন্ডেন্ট আবদুল্লাহ তুহিন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে এ নিয়ে আশঙ্কার কথা জানান তিনি। আবদুল্লাহ তুহিনের সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘‘জান !! তুমি চিন্তা করোনা, এসব রিপোর্ট টিপট করে আমার কিচ্ছুই হবে না….এমন ২/৪ টা টিভি পত্রিকা আমার পকেটে থাকে।…… ওসব… (…টুট টুট)..র সাংবাদিক মাইরা গায়েব করতে সর্বচ্চ ৫ দিন লাগবো আমার….’’

যুগান্তর, যমুনা টিভিতে তথ্য সমৃদ্ধ ধারাবাহিক রিপোর্টের ৪৮ ঘন্টা পরও যখন কিছুই হয় না তখন আসলেই খটকা লাগে ! এমনকি প্রত্যাহারের ঘোষণার পরও ডিআইজি মিজান সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি দেয়ার দম্ভ, দুঃসাহস দেখায় !! …. কথায় কথায় পিস্তল দেখিয়ে মাস্তানি করা ডিআইজি মিজানের অস্ত্রটিও যখন জব্দ করা হয় না!! তখন আসলেই ধাক্কা লাগে মনে !! ….

অতঃপর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সাহায্য চাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, থানায় জিডি করতে। ভাই নেসারুল হক খোকনসহ সকালে ভাটারা থানায় গিয়েও সন্ধ্যা নাগাদ যখন জিডি নথিভুক্ত হয় না, তখন নিজেকে কিছুটা অসহায় লাগে!…… প্রশ্ন রাখতে ইচ্ছা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী!! দেশব্যপী আমাদের মত অসহায় মানুষদের নিরাপত্তার জন্য সবাইকে কি শুধু জিডি করার পরামর্শ দেবেন!?!?……. আজ সেই ৫ম দিন!!! এখনো সাহস সঞ্চিত আছে আমার আর খোকন ভাই-এর….শিগগিরই আরও অনেকের মুখোশ উন্মোচনের অপেক্ষায়…

সাংবাদিকদের খুনের হুমকি, দেখুন ভিডিওতে

ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার

অস্ত্রের মুখে টিভি উপস্থাপিকাকে তুলে নিয়ে বিয়ে করাসহ নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ডিআইজি মিজানুর রহমান প্রত্যাহার হওয়ার পর সাংবাদিকসহ বেশ কয়েকজনকে হত্যার হুমকি দিয়েছেন।

Posted by Jamuna Television on Tuesday, January 9, 2018