খালেদার মুক্তির জনসভা থেকে পিছু হটল বিএনপি

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ডাকা জনসভা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর পরিবর্তে আগামী ৮ ফেব্রুয়ারি দলটি রাজধানী, পরের দিন সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, ‘সরকারের প্রতিহিংসা চরিতার্থেই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারা বিএনপি দমনে আওয়ামী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে কাজ করছে।’

রিজভী বলেন, ‘দুদকের ভূমিকার কারণেই নির্দোষ জাহলামকে ১০৯২ দিন কারাগারে থাকতে হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তিনি রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের মেশিন দুদক বিরোধী রাজনৈতিক শক্তি দমন করতে গিয়ে বেপরোয়া অনাচার করছে।’