পরোয়ানা পেলেই খালেদার বিরুদ্ধে ব্যবস্থা

গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

চিকিৎসা শেষে আগামীকাল বুধবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। ফেরার আগ মুহূর্তে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ান জারি করেছেন। এমন প্রেক্ষাপটে দেশে পা রেখেই খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

বিষয়টি নিয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা হাতে আসলে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার ঊর্ধ্বে।’

মিয়ানমার সফর ঠিক হয়নি
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার যাত্রার সূচি এখনও চূড়ান্ত হয়নি। এর আগে সচিবালয়ে গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, আগামী ২৩ অক্টোবর তিনি মিয়ানমার যাবেন।

তবে সে দাবি থেকে সরে এসে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘মিয়ানমারের আমন্ত্রণে আমরা যাব। তবে কবে যাব সেটি এখনও ঠিক হয়নি। মিয়ানমার যেদিন সময় ঠিক করবে, সেদিনই যাব।’

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও সীমান্ত সঙ্কট নিয়ে সফরে আলোচনা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে তিনি বাংলা একাডেমিতে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ‘আমরাই পারি’র এক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন।