‘খিস্তিবাজ ট্রাম্পকে নিয়ে সময় নষ্টের মানে নেই’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘খিস্তিবাজ’ উল্লেখ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী বলেছেন, ‘আমি ওর (আমেরিকার প্রেসিডেন্ট) কথার জবাব দিতে চাই না। তার কথার জবাব দেওয়া সময়ের অপচয় মাত্র।’

বুধবার তেহরানে ছাত্রদের এক সমাবেশে তিনি একথা বলেন। খবর: তেহরান টাইমস’র।

পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি-ধামকির দিকে ইঙ্গিত করে আয়াতুল্লাহ খামেনী বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা বাতিল করে, তাহলে আমরা সেটিকে টুকরো টুকরো করব। প্রত্যেকেরই জানা উচিৎ আবারও যুক্তরাষ্ট্র নিজ গালে চড় খেতে যাচ্ছে এবং তারা ইরানিদের কাছে পরাজিত হবে।’

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের পাঁচ দিন পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুখ খুললেন।

এ সময় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সম্পর্কে তিনি বলেন, ‘আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ কারণে রেভ্যুলুশনারি গার্ডের মতো যারাই আইএসের মোকাবেলা করছে, তাদের ওপরই ক্ষুব্ধ হচ্ছে দেশটি।’

ইউরোপকে হুঁশিয়ারি দিয়েও আয়াতুল্লাহ খামেনী বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ইস্যুতে ইউরোপ যেন নাক না গলানোর চেষ্টা করে।’