‘খুব বিপজ্জনক’ অবস্থায় রয়েছে ভারত-পাকিস্তান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে পাকিস্তান ও ভারত ‘খুব বিপজ্জনক’ অবস্থায় আছে। দক্ষিণ এশিয়ায় পরমাণু অস্ত্রের অধিকারী এই দুটি দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শুকবার বিকেলে ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ও ভারতের মধ্য সম্পর্ক খুব, খুবই খারাপ অবস্থায় রয়েছে।’

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৯ ভারতীয় সেনা নিহতের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে যখন ‍যুদ্ধাবস্থা বিরাজ করছে তখন এ ধরনের মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই এটা (বৈরিতা) বন্ধ হোক। অনেক লোক নিহত (হামলায়) হয়েছে। আমরা চাই এটা বন্ধ হোক। আমরা ভালোভাবেই এই প্রক্রিয়ায় (শান্তি প্রতিষ্ঠা) যুক্ত আছি।’

গত ১৪ ফেব্রুয়ারির ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মাদ। সংগঠনটি পাকিস্তানে নিষিদ্ধ হলেও ভারতের দাবি, হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও পাকিস্তান সে অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, ট্রাম্প বলেন, ‘আমরা এ ব্যাপারে কথা বলছি, অন্য অনেকেই (দেশ) কথা বলছে…কিন্তু খুবই কম অগ্রগতি হচ্ছে। এই মুহূর্তে পাকিস্তান-ভারতের মধ্যে অনেক সমস্যা রয়েছে।’

ওই হামলার পর ভারত পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড ন্যাশন (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করেছে। সেইসঙ্গে দেশটির পণ্য আমদানির ক্ষেত্রে ২০০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর পানি প্রবাহ ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ বলেছে, এতে (পানিপ্রবাহ ঘুরিয়ে দেওয়া) তাদের কোনো যায় আসে না।

এর আগেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় সেনাবাহিনীকে ছাড়পত্র দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত যেকোনো সময় পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও। হামলা প্রতিহত করতে পাকিস্তানি সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।