গণ বিশ্ববিদ্যালয়ে ‘পাঠ্যক্রম পর্যালোচনা’ বিষয়ক কর্মশালা

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের উদ্যোগে পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টার্নাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-IQAC’ কনফারেন্স হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এসময় কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডঃ বিপ্লব কুমার দাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতি ডঃ সুকল্যাণ কুমার কুণ্ডু, গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ গোলাম মোহাম্মদসহ ফার্মেসী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রভাষক মোঃ সেলিম হোসেন জানান, ‘শিক্ষার্থীদের প্রয়োজনে সময়োপযোগী করে শিক্ষা কার্যক্রম প্রণয়ন করার উদ্দেশ্যে কর্মশালায় মূলত পাঠ্যসূচীর উন্নয়ন, ভুল ত্রুটি সংশোধন এবং পাঠ্যক্রম আধুনিকীকরণ বিষয়াবলীর উপর আলোকপাত করা হয়েছে’।