‘গত বছরে ঢাকায় জীবনযাত্রার খরচ বেড়েছে ৬ শতাংশ’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দাবি করেছে, ২০১৮ সালে ঢাকায় জীবনযাত্রার খরচ বেড়েছে ৬ শতাংশ। তবে সেটা ২০১৭ সালের থেকে কম।

চাল ও সবজির দামের পাশাপাশি বাড়ি ভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিসহ অন্যান্য সেবার দাম বৃদ্ধির কারণে এই খরচ বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার ক্যাবের সভাপতি গোলাম রহমান ঢাকায় জীবন যাপনের বার্ষিক রিপোর্ট উন্মোচন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, সেবা ও পণ্যের দাম ২০১৮ সালে ৫.১৯ শতাংশে বেড়েছে। ২০১৭ সালে এই বৃদ্ধি ছিলো ৮.৪৪ শতাংশ। সেই বিবেচনায় এই বৃদ্ধি কম ছিলো বলে মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে।

তবে গত দুই বছরে জীবনযাত্রার খরচ বেড়েছে ১৪.৪৪ শতাংশ।

১৫টি বাজার থেকে ১১৪টি খাবার এবং ২২টি দৈনন্দিন ব্যবহার্য পণ্যের মূল্যতালিকা সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি করেছে ক্যাব। সেখানে ১৪টি সেবা যেমন গ্যাস, বিদ্যুৎ ও পানির দামকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

খরচ নিয়ন্ত্রণে সরকারকে বেশ কিছু পরামর্শও দিয়েছে ক্যাব। যেমন: একটি ভোক্তা অধিকার মন্ত্রণালয় তৈরি করা, কৃষকদের কাছ থেকে সরাসরি চাল সংগ্রহ করা এবং বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করা।