গর্ভপাতের আইনি স্বীকৃতি চান ৭০ শতাংশ আইরিশ

আয়ারল্যান্ডের প্রায় ৭০ শতাংশ নাগরিকই গর্ভপাতকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে রয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত গণভোটের বুথফেরত সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার সংস্থা আরটিই এ সমীক্ষাটি চালিয়েছে। এই সমীক্ষা জনমতের ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছে আরটিআই।

বুথফেরত সমীক্ষা বলছে, এই গণভোটে প্রায় ৩২ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। আয়ারল্যান্ডের ৬৯.৪ শতাংশ মানুষ গর্ভপাতকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। আর বিপক্ষে ভোট পড়েছে ৩০.৬ শতাংশ।

উল্লেখ্য, ১৯৮৩ সালে আয়ারল্যান্ডে গণভোটের মাধ্যমে গর্ভপাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর অষ্টম সাংবিধানিক সংশোধনী পাস হয়। আইনি জটিলতার ভয়ে হাসপাতালগুলো গর্ভপাত করাতে রাজি হয় না। আর এর ফলে অনেকক্ষেত্রেই প্রাণহানি ঘটে অনেক মায়ের। এ কারণে গর্ভপাত সংক্রান্ত আইন বাতিলে দাবিতে সোচ্চার হয়েছে নাগরিকদের একাংশ।

সূত্র: বিবিসি