গর্ভপাত মানে ভাড়াটে খুনি দিয়ে কাউকে হত্যা : পোপ ফ্রান্সিস

অ্যাবর্সন বা গর্ভপাত করাকে ভাড়াটে খুনি লেলিয়ে দিয়ে কাউকে হত্যার মতো পাপ বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস।

বুধবার ভ্যাটিকানে একটি প্রার্থনা অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় এই মন্তব্য করেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

পোপ বলেন, ‘গর্ভাবস্থাকে ব্যাহত করাটা কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার মতো।’

‘একটা মানুষ হত্যা করা ভাড়াটে খুনি দিয়ে কোনো সমস্যার সমাধান করার মতো ব্যাপার,’ যোগ করেন তিনি।

‘ভাড়াটে খুনির সাহায্যে সমস্যার সমাধান কি ন্যায্য,’ প্রশ্ন রাখেন তিনি।

পোপ সেন্ট পিটার্স স্কয়ারের সাপ্তাহিক অনুষ্ঠানের জন্য তৈরি লিখিত বক্তব্য থেকে সরে গিয়ে এসব মন্তব্য করেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস তার ভাষণে ‘মানব জীবনের অবমূল্যায়নের’ বিষয়ে অভিযোগ করেন।

তিনি যুদ্ধ, শোষণ ও অপচয়ের সংস্কৃতি এবং গর্ভপাতের কথা উল্লেখ করেন তার বক্তৃতায়।

‘নিষ্পাপ জীবনকে রুদ্ধ করে রাখাটা উপকারী, সভ্য অথবা মানবিক হয় কী করে?’ যোগ করেন তিনি।

এ বছর আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ করতে একটি বিল প্রস্তাব করা হলে পোপ ফ্রান্সিস তার বিরোধিতা করনে।

আগস্ট মাসে একটি প্রচারণা দল জানায়, পোপ এই আইনের বিরোধিতা করায় আর্জেন্টিনার হাজার হাজার ক্যাথলিক খ্রিস্টান গির্জার সদস্যপদ ত্যাগ করেছে।