গাড়িবহরে হামলা পলিটিক্যাল ইস্যু তৈরির চেষ্টা : হাছান মাহমুদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনাকে ‘পলিটিক্যাল ইস্যু তৈরির চেষ্টা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। রোববার দুপুরে একটি অনলাইন গণমাধ্যমকে টেলিফোনে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ছয়দিন পর ত্রাণ দিতে যাওয়া রহস্যজনক।’

‘আমি শুনেছি তারা রাঙ্গুনিয়া দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িবহরের চাপায় দুইজন পথচারী আহত হয়েছেন। এরপর একটি অনভিপ্রেত ঘটনা ঘটে,’ মন্তব্য করেন হাছান মাহমুদ।

হাছান মাহমুদ আরো বলেন, ‘তারা নাকি বলছেন এরা আমার লোক। এটা ঠিক না; তারা সাধারণ মানুষ। আর আমি ওই এলাকার সাংসদ, সে হিসেবে ওখানকার সবাই তো আমার লোক।’

এদিকে, ঘটনার পরে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী হামলার জন্য ড. হাছান মাহমুদের সমর্থকদের দায়ী করেন।

খসরু বলেন, ‘হামলার সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয়। এখানে যে হামলার ঘটনা ঘটেছে, এটা অবিশ্বাস্য।’

উল্লেখ্য, পাহাড় ধসে দুর্গতদের মাঝে ত্রাণ দিতে গিয়ে রাঙামাটিতে হামলার শিকার হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল।

এতে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।