গুগল সার্চে বিশ্বের সেরা ‘টয়লেট টিস্যু’ পাক পতাকা!

গুগলে ‘বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড’ লিখে সার্চ দিলে রেজাল্টের প্রথম দিককার সব লিংকে পাকিস্তানের পতাকার ছবি পাওয়া যাচ্ছে।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় পুলিশ হত্যায় বিক্ষুব্ধরা এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এটাই কাশ্মীরে ভারত সরকারের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা।

পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।

গত ১৪ ফেব্রুয়ারি হামলা চালানোর অল্প কিছু সময় পরেই কয়েকটি ব্লগে পাকিস্তানের পতাকার সঙ্গে টয়লেটের পেপারের তুলনা দেখা যায় এবং সপ্তাহের শেষে এই তুলনা আরও ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।

এই ভিন্ন দুটি জিনিসের সঙ্গে সম্পর্ক লিখে সার্চ দেয়া মানুষের সংখ্যার কারণে গুগলের সার্চ রেজাল্ট প্রভাবিত হতে পারে।
এখন গুগলের সার্চ রেজাল্টে এই তুলনা সম্পর্কে বিভিন্ন সাইটের খবরের লিংক দেখা যাচ্ছে। কিন্তু, ‘বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড’ লিখে ইমেজ সার্চ দিলে পাকিস্তানের পতাকাই দেখাচ্ছে গুগল।

এগুলোর অনেকগুলোই খবরের সঙ্গে থাকা ছবি। অন্যগুলো হচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকা তুলনাত্মক ছবি।

এটা কিভাবে ঘটল সে সম্পর্কে বিবিসিকে কোনো মন্তব্য দেয়নি গুগল।

গুগল এবারই প্রথম সার্চ রেজাল্টে উদ্ভট জিনিস দেখাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখে সার্চ দিলেও আগে মর্যাদাহানিকর বিভিন্ন ছবি দেখা গেছে।