গোধূলী বেলা | এম. শরীফ হোসেন

গোধূলী বেলা

এম. শরীফ হোসেন


ক্ষনে ক্ষনে কেটে গেল সোনালী বেলা,
গগনেতে গোধূলী রং করেছে খেলা।

এই বুঝি ছেঁয়ে যাবে আঁধারে সব
চারদিক চুপচাপ নাহি কলরব;
বেলা শেষে একা হয়ে করি অনুভব।

কতকাল কতদিন তারে রেখে পাশে,
করিছিনু যতন যত, প্রেয়সীর আশে।

সাদাপেড়ে লাল শাড়ী কাঁচের চুড়িতে
সাজিয়েছি এমন যেনো,বয়স কুড়িতে;
আজ সব চলে গেলো সময় ফুরিতে!

ডাকি যদি প্রেমি বলে আয় কাছে আয়,
দুর পথে চলে সখি পাশ কেটে যায়।

ভাবি বুঝি ছায়া আছে সাথী হয়ে মোর
পিছে ফিরে দেখি নাই,আঁধার আছে ঘোর;
এই বুজি পথচলা,বেলা শেষে দুর!