গোপালগঞ্জে বাস-মাইক্রোর সংঘর্ষ : সড়কের কোথাও মাথা, কোথাও শরীর

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়। তবে ধারণা করা হচ্ছে, তাদের সবার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর বলেন, সেবা গ্রিনলাইন পরিবহনের বাসটি গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে আসছিল।

মাইক্রোবাসটি ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। নিহতদের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায়। তাদের কারো কারো মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন অংশ পড়ে আছে।

নিহতদের একজনের পকেটে একটি মোবাইল পায় পুলিশ। সেখান থেকে একটি নাম্বারে ফোন দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।

একজন প্রবাসীকে আনার জন্য তাঁরা ঢাকার হয়রত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটিতে ছয়জন যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে নিহতদের পরিচয় জানা যাবে।