গ্রিন ইউনিভার্সিটিতে বর্ণিল টেক্স ফেস্ট

নেচে গেয়ে টেক্স ফেস্ট-২০১৭ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ উৎসবে আনন্দ-উল্লাসের পাশাপাশি টেক্সটাইল খাতে স্নাতকদের চাকরি নিয়েও এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিভাইন গ্রæপের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী মো. সেলিম রেজা ও রাইজিং গ্রæপের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী এস. এম মিজানুর রহমান। অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, টেক্সটাইল বিভাগের সম্মানিত অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধর, চেয়ারম্যান অধ্যাপক ড. ইসমাইল চৌধুরী, ড. জগন্নাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশে যে কয়েকটি খাতের দ্রæত বিকাশ ঘটছে, টেক্সটাইল তন্মধ্যে অন্যতম। শুধু তাই নয়, চাকরির বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদাও দিন দিন বাড়ছে। বক্তারা দেশিয় বস্ত্রখাতের উন্নয়নে গ্রিন ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা অনন্য অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চ মাতায় গ্রিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।