ঘরেই ঠিক হবে ফোসকা, তাও মাত্র ১৫ মিনিটে!

ছ্যাঁকা লেগে হোক বা নতুন জুতা থেকে হোক, প্রায়শই ফোসকা পড়ে আমাদের। ফোসকা থেকে বাঁচার কয়েকটি ঘরোয়া টোটকা রয়েছে, যা ব্যবহার করলে দ্রুত সারবে ফোসকা। আসুন দেখে নিই।

ফোসকার উপর টুথপেস্ট লাগান। এতে ফোসকার ভেতরের পানি খুব সহজেই শুষে যায়, জ্বালা ও ফোলাভাবও কমে।

❏‌ গ্রিন টি ব্যবহার করুন। কারণ গ্রিন টি–র অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান খুব দ্রুত ফোলা এবং জ্বালা কমায়। গ্রিন টি না থাকলে সাধারণ লিকার চা ঠাণ্ডা করেও ফোসকার ওপরে লাগাতে পারেন।

❏‌ ছ্যাঁকা লাগা অংশে ডিমের সাদা অংশ লাগালে সেটা ফোসকা পড়তেই দেবে না।

❏‌ ছ্যাঁকা লাগলে রোল অন ডিও লাগিয়ে নিন। ফোসকা তো পড়বেই না। ব্যথাও কমবে।

❏‌ তবে ফোসকা মোকাবিলায় সবচেয়ে উপকারী লবণ পানি। ঠান্ডা পানিতে লবণ মিশিয়ে নিন। ওই পানি শরীরের যে-অংশে ফোসকা পড়েছে, সেই অংশ ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। দেখবেন ফোসকা গায়েব!‌

এই পদ্ধতি শুধুমাত্র ছোট আকারের ফোসকার জন্য। বড় ধরনের আগুনে পুড়ে ফোসকা হলে সেক্ষেত্রে চিকিৎসকের বা হাসপাতালের শরণাপন্ন হওয়া উচিত।