চট্টগ্রামে ফার্নিচার মার্কেট পুড়ে ছাই

চট্টগ্রামে সিটি গেইট এলাকায় একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০টি দোকানের আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফার্নিচার মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ ব্যাপারে তদন্ত কমিটি করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রশ্ন তুলেছেন, আগুন লাগার অনেক পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। এতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। যদিও ফায়ার সার্ভিস এই অভিযোগ অস্বীকার করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।