লালদীঘি নয়, নাসিমন ভবনে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

ঐক্যফ্রন্টের চট্টগ্রামের প্রথম সমাবেশটি কাজির দেউড়িতে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনে আটকে দিয়েছে পুলিশ। তাও শর্ত দিয়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী নগরের ঐতিহাসিক লালদীঘিতে ২৭ অক্টোবর (শনিবার) এ সমাবেশটি হওয়ার কথা থাকলেও তবে তা করতে হচ্ছে নসিমন ভবনের চার দেয়ালের মাঝে।

সফরকারী জিম্বাবুয়ে- বাংলাদেশ ওয়ানডে সিরিজের ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে লালদিঘীর সমাবেশে সাড়া দেয়নি মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

আর তা শুক্রবার সকালে ঐক্যফ্রন্টকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সিএমপি উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ বলেন, চট্টগ্রামের সাগরিকয়ায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৬ অক্টোবর। তাও দিবা-রাত্রির খেলা।

আর এই ম্যাচে খেলোয়াড়দের নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা সিএমপির।

তাই সিএমপি সিদ্ধান্ত নিয়েছে কাজির দেউড়িতে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের মধ্যেই তাদের প্রোগ্রামের অনুমতি দেয়ার। সেই সিদ্ধান্ত সকালে তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে।

সিএমপির দায়িত্বশীল এক কর্তকর্তা জানান, লালদীঘি মাঠের বিকল্প হিসেবে নগরীর কাজীর দেউড়ি মোড়েও জনসভা আয়োজনের অনুমতি চেয়েছিল ঐক্যফ্রন্ট। কিন্তু লালদীঘি মাঠের চেয়ে কাজীর দেউড়ি মোড়কে নিরাপত্তার বিষয়ে আরও স্পর্শকাতর বিবেচনা করে সেখানে অনুমতি দেওয়ার কথা বিবেচনায় আনেনি সিএমপি। কাজীর দেউড়ি মোড়ের কাছেই পাঁচ তারকা হোটেল র্যানডিসন ব্লু। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণেই ঐক্যফ্রন্টের জন্য জনসভার পথ খোলা রেখেছে সিএমপি।

জনসভা আয়োজনের প্রস্তুতি নিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে শুক্রবার চট্টগ্রামে এসেছেন ঐক্যফ্রন্টের নেতারা।

লালদীঘি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ২৭ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি চেয়ে সিএমপি বরাবরে আবেদন করা হয়েছিল ২০ অক্টোবর। ৭দিন পূর্বে আবেদন করার পরও বৃহস্পতিবার সমাবেশের অনুমতির ব্যাপারে সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। তবে শুক্রবার সকালে বিএনপির চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয়ের মধ্যে করার জন্য সিএমপি কমিশনার বেলা সোয়া এগারটার সময় মোবাইল ফোনে কল করে মৌখিকভাবে অনুমতির বিষয়টি জানিয়েছেন। তবে নিরাপত্তার অজুহাতে দলীয় কার্যালয়ের চার দেয়ালের মধ্যে করার শর্ত জুড়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, সিলেটের নিরাপত্তা চিত্রের সাথে চট্টগ্রামের চিত্র এক নয়। লালদীঘি মাঠে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়ার ক্ষেত্রে চট্টগ্রামে অবস্থানরত জিম্বাবুয়ে টিমের নিরাপত্তার বিষয়টি জড়িত। জিম্বাবুয়ে চট্টগ্রামে ১ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। সেত্র রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।