চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশি ডাকে : চিত্রনায়ক ফারুক

একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। গতকাল বুধবার বিকেলে এফডিসিতে জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজ সেবক আবদুল কাদির মোল্লার অর্থায়নে এফডিসির ঝর্ণা শুটিং স্পট সংলগ্ন জামে মসজিদ আধুনিকায়ন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাইরের মানুষ মনে করেন চলচ্চিত্রে যারা কাজ করেন তারা ধর্মভীরু নয়, ধার্মিক নয়। কিন্তু এটা পুরোপুরি ভুল ধারনা। বরং চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশি ডাকে। ধর্ম পালনে সচেতন থাকে।

তিনি আরও বলেন, আবদুল কাদির এফডিসির মসজিদ পুনঃনির্মাণে যে অর্থ দিয়েছেন সেজন্য শিল্পীরা সারাজীবন তার কাছে ঋণী হয়ে থাকবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা, চিত্রনায়ক ফারুক, পরিচালক বদিউল আলম থোকন, চিত্রনায়ক জায়েদ খান, বাপ্পি চৌধুরী, সনি রহমানসহ আরো অনেকে। মসজিদ পুনঃ নির্মাণের কাজ তদারকি করছেন অভিনেতা সনি রহমান। তিনি জানান, মসজিদটি নতুনভাবে নির্মাণ করতে ব্যয় হবে ২ কোটি ৯ লাখ টাকা।