চলছে ভোট, নেই ভোটার, ঝিমাচ্ছেন কর্মকর্তারা!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও রাজধানীর দুই সিটির বেশ কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন চলছে আজ (২৮ ফেব্রুয়ারি)। তবে বৃষ্টিভেজা এই দিনে শুরু থেকেই কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি নেই। প্রধান দুই মেয়র প্রার্থীও স্বীকার করেছেন ভোটারের কম উপস্থিতির কথা। ভোটারের উপস্থিতি কম থাকায় অনেক কেন্দ্র নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ঝিমাতে দেখা গেছে।

সকাল ৯টার কিছু সময় পর উত্তরার আজমপুরের নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। ভোটারের উপস্থিতি কম দেখে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই আসেন। গরম চা খেয়ে, গরম খিচুড়ি খেয়ে ভোট দিতে আসেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

অন্যদিকে দুপুর ১২টার পর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে ভোট দিলেন সংগীত শিল্পী শাফিন আহমেদ। ভোটারের কম উপস্থিতির কথা স্বীকার করেন তিনিও। সাফিন আহমেদ বলেন, আশাবাদী বা হতাশ হওয়ার এখন সময় হয়নি। এখন সময় শেষ হয়নি। ভোটারের উপস্থিতি কম। সে ব্যাপারে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই।

রাজধানীর মহাখালী মডেল হাই স্কুল কেন্দ্র, টি এন্ড টি আদর্শ গার্লস হাই স্কুল কেন্দ্র, মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে প্রতিবেদকরা জানিয়েছেন, এসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এতটাই কম যে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ঝিমিয়ে সময় কাটাচ্ছেন। এছাড়া অনেক কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো ভোটই পড়েনি।

এদিকে ভোটারের কম উপস্থিতির বিষয়ে সকালে রাজধানীর উত্তরায় আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে সিইসি কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, আমরা ভোটকেন্দ্রের পরিবেশ সৃষ্টি করি। বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোটার আনতে পারবো না।