চাকরি পেতে ‘মুখ সেলাই’

দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না। চাকরি না পেলে মুখে খাবার দেয়া বন্ধ হয়ে যাবে। তাই নিজের মুখকেই চাকরির পোস্টার বানালেন নিউজিল্যান্ডের এক যুবক।

মুখে খাবার দেয়া বন্ধ হওয়ার আগেই মুখ বন্ধের ছবি দিয়ে চাকরির চেষ্টা করছেন ওই যুবক। খবর ডেইলি মেইলের।

তবে ছবি প্রকাশের পর ক্রপ চাকরির অফার পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

মার্ক ক্রপ নামের ১৯ বছরের ওই যুবক নিজের মুখে ট্যাটু এঁকে মুখ বন্ধ করার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

ছবির সাথে নিজের জন্য একটি চাকরির অনুরোধ করেন। দীর্ঘদিন চাকরি না পাওয়ার দুর্দশার কথাও তুলে ধরেন।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর থেকে তিনি ছবিটি সামাজিক মাধ্যমে ছেড়ে সেখানে লেখেন, ‘হ্যালো, আমি কাজ করতে আগ্রহী। কিন্তু আমি কাজ পাচ্ছি না। সেকারণে আমি আমার মুখে ট্যাটু এঁকেছি।’

তবে ট্যাটু এঁকে মুখ বন্ধের ছবি প্রকাশের পর তিনি চাকরির প্রতিশ্রুতি পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।