চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তার গাড়িতে মিলল ২৭ লাখ টাকা

চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা তুলতেন স্ত্রীর অভিযোগে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা। আর পুলিশ বাহিনীর সদস্য না হয়েও তিনি এই পরিচয় তিনি দিয়ে বেড়াতেন।

রোববার রাতে রাজধানীর রামপুরায় একটি তল্লাশি চৌকি থেকে এমনই একজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি থেকে চাকরিচ্যুত সহকারী উপ পরিদর্শক (এএসআই)। তার নাম কবির হোসেন শেখ। গ্রেফতারের সময় তার গাড়ি থেকে ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, র‌্যাবের তল্লাশি চৌকির সামনে দিয়ে ‘পুলিশ’ লেখা একটি প্রাইভেট কার পার হচ্ছে। এমন সময় গাড়িটি থামতে সংকেত দেওয়া হলে ভেতর থেকে বলা হয় পুলিশ। কৌতুহল জাগে র‌্যাব সদস্যদের। প্রাইভেট কারে থাকা ‘পুলিশ কর্মকর্তাকে’ নামতে বলেন তারা।

গাড়ি থেকে নেমে আসার পর পরিচয়পত্র দেখতে চান র‌্যাব সদস্যরা। দেখানো হয় পুলিশের লোগোযুক্ত একটি পরিচয়পত্র। কিন্তু তা দেখে সন্দেহ জাগে। শুরু হয় জিজ্ঞাসাবাদ; গাড়িতে তল্লাশি। প্রাইভেট কারে মেলে নগদ ২৭ লাখ টাকা। গ্রেফতার করে নেওয়া হয় র‌্যাব কার্যালয়ে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান গণমাধ্যমকে জানান, কবির শেখ পুলিশের চাকরিচ্যুত এএসআই। তারপরও তিনি পুলিশের পরিচয়পত্র ব্যবহার করতেন।

গ্রেফতারের পর তার কাছ থেকে ভুয়া সিল, নিয়োগপত্রসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তিনি কাউকে চাকরি দিয়ে দেবে, কাউকে কাজ পাইয়ে দেবে এগুলো অবৈধ ভাবে করতেন টাকার বিনিময়ে। গ্রেফতারের সময় তার গাড়ি থেকে ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের আরেকটি সূত্র জানিয়েছে, গ্রেফতার এএসআই কবির শেখ ঢাকার এসবিতে কর্মরত ছিলেন। এক বছর আগে স্ত্রীর অভিযোগের কারণে চাকরিচ্যুত হয়েছেন। তবে চাকরি ফিরে পাওয়ার আশায় ছিলেন। গাড়িতে পুলিশ লিখে ঘুরে বেড়াতেন।