চালকের চোখে ঘুম, যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

গাইবান্ধার ধাপেরহাটে যাত্রীবাহী বাস উল্টে বাসের হেলপারসহ এক শিশু নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঢাকার মিরপুর-১১ এর বাসিন্দা রিপন মিয়ার মেয়ে চাঁদনী (১৪) ও বাসের হেলপার পঞ্চগড় জেলার কদরকান্দি এলাকার জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম(৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপু পরিবহনের যাত্রীবাহী বাসটিতে চালকের চোখে ঘুম আসে। এসময় যাত্রীরা বার বার বলার পরেও চালক বেপরোয়া ভাবে গাড়ি চালাতে থাকে। বাসটি ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার ভরসা কোল্ড স্টোরেজের নিকট পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় বাসযাত্রী চাদনী ও হেলপার সাইফুল ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অন্তত ১২ জন যাত্রী।

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ, পীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ চালায়।

আহতদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।