চিকিৎসক হয়েও জনসভায় কেন, ব্যাখ্যা দিলেন জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তার রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ব্যাখ্যা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি বক্তব্য দেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি একজন চিকিৎসক ও মুক্তিযোদ্ধা। কিন্তু, প্রশ্ন উঠেছে আমি এই রাজনীতিতে কেন? এখানে আসার কারণ সরকারের চোখে ছানি পড়েছে। তাদের উচ্চ রক্তচাপ শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার মাদকের নাম করে সাড়ে ৪শ’ মানুষ হত্যা করেছে। এমন একটা অবস্থায় কিছুদিন আগে ১৬/১৮ বছরের কিশোর-কিশোরীরা রাস্তায় নেমে এসে বলেছে— রাষ্ট্রের মেরামত প্রয়োজন। এটার ছবি তোলার জন্য আলোকচিত্রী শহিদুল আলম কারাগারে।’

জাফরুল্লাহ বলেন, ‘আজ আপনাদের করণীয় নির্ধারণ করতে হবে। আজ এখানে যেমন উপস্থিত হয়েছেন, সেভাবে ভোট কেন্দ্রে সকল বাধা উপেক্ষা করে উপস্থিত হতে হবে।’

তিনি বলেন, ‘যে বিচারকরা মিথ্যা মামলায় খালেদা জিয়াকে ১০ বছর সাজা দিয়েছেন, তাদেরও চিকিৎসা করা দরকার।’

জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যের আহ্বায়ক ড. কামাল হোসেন।

এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোটের শরিক দলগুলো ও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।