চিতাবাঘের সঙ্গে খালি হাতেই লড়াই দুই নারীর, অতঃপর…!

কল্পনা করা যতটা সহজ বাস্তব ঠিক ততটাই কঠিন। এমনই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের উত্তরাখণ্ডের আলমোরার দুই নারী।

খালি হাতেই চিতাবাঘের সঙ্গে লড়াই করেছেন তারা। সেই চিতাবাঘ তাতে মরেছে কিনা জানা নেই, তবে সেই দুই মহিলা পূজা ও উমা সামান্য আহত হয়েছেন।

উত্তরাখণ্ডের আলমোরায় চিতাবাঘের হানা নতুন কোনও ঘটনা নয়। সবচেয়ে বেশি শিকার হন শিশু ও নারীরা। এবারও ঠিক সেরকমই ঘটেছিল। জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন সেই দুই নারী। হঠাৎই তাদের ওপর হামলা চালায় একটি চিতাবাঘ। তাতে অবশ্য হার মানেননি তারা। সমান তালে আত্মরক্ষার লড়াই চালিয়ে গিয়েছেন।

চিতাবাঘের থাবায় আহত হন পূজা ও উমা। পূজার বয়স ২৪ আর উমা ৩৫ বছর। ১০ মিনিট ধরে চলেছে সেই রুদ্ধশ্বাস লড়াই। শেষ পর্যন্ত চিতাবাঘই ফিরে গেছে জঙ্গলে। আহত অবস্থায় নিজেরাই গ্রামে ফিরে আসেন তারা। সেখান থেকে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বনদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় প্রায়ই চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। সেজন্য আহতদের ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণও দেওয়া হয়। এবারও পূজা এবং উমা পাবেন সেই টাকা। ‌‌