চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনার আভাস

পাওয়া যাচ্ছে। সীমান্ত লাগোয়া দুটি বেস ক্যাম্পে শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে চীন৷

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সিকিম সীমান্তে বিমানবাহিনীর ঘাঁটিতে চীন একের পর এক মজুত করছে ঈগল জেট ইউএভি, এইচ-৬কে বোম্বারের মতো অস্ত্র৷ এই সব হাতিয়ার মূলত ড্রোন৷ সীমান্তে নজরদারি চালাতেই এই ড্রোন বাহিনী তৈরি করা হচ্ছে বলে খবর৷

প্রসঙ্গত, আন আর্মড ভেহিক্যাল বা ইউএভি ঈগল জেট চীনের গুরুত্বপূর্ণ হাতিয়ার৷ চীনা বিমানবাহিনীর মরণাস্ত্র মানবহীন ঈগল জেট৷ এতে থাকছে ইলেকট্রো ম্যাগনেটিক পদ্ধতি৷ যার সাহায্যে সীমান্তের খুঁটিনাটি তথ্য উঠে আসবে বেইজিংয়ের হাতে৷

এর সঙ্গে রয়েছে এইচ-৬কে বোম্বার৷ এটি দুই ইঞ্জিন বিশিষ্ট মাঝারি পাল্লার বোম্বার বলে পরিচিত৷ মূলত সোভিয়েত ইউনিয়ন এই বোম্বারের ব্যবহার করতো৷ তবে এর অত্যাধুনিক ভার্সন রয়েছে চীনের হাতে৷ এই অস্ত্র দূরপাল্লার লক্ষ্যে আঘাত করতে সক্ষম৷

খবরে বলা হয়েছে, সিকিমে ভারত-চীন সীমান্ত থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে নিজেদের বেসক্যাম্প সাজাচ্ছে চীন। এই তথ্য পেয়ে যথেষ্ট চিন্তিত নয়াদিল্লি৷ চীনের এই সীমান্তের কাছে এসে বিমানবাহিনীর ক্যাম্পের শক্তি বাড়ানোকে ভালো চোখে দেখছে না ভারত৷

নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো রকম উস্কানিমূলক আচরণ বরদাস্ত করবে না ভারত৷ তবে দুই দেশের সম্পর্কের শান্তি প্রক্রিয়া যাতে বজায় থাকে, তার জন্য ভারত সদা সচেষ্ট৷