চুয়াডাঙ্গায় জয়রামপুরে ১৩ জন নিহতের মামলায় ট্রাক হেলপারের আত্মসমর্পণ

শামীম রেজা , চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের মামলায় ট্রাকের সহকারী চালক (হেলপার) জুয়েল রানাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা আমলী আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে বিচারক মোস্তাাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ২৬ মার্চ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে ট্রাক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়। নিহতের সবাই ছিলেন দিনমজুর।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। দামুড়হুদা থানার উপ-পরিদর্শক আমজাদ আলীর তদন্ত প্রতিবেদনে ট্রাকের চালক রাজিবের বেপরোয়া গাড়ি চালানো ও সহকারী চালক জুয়েল রানার অসর্তকতার কারণে এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এ মামলার প্রধান আসামি ট্রাকের চালক রাজীব এখনো পলাতক রয়েছেন।