ছদ্মবেশে গরুর মাংসের দোকানে ইউএনও’র অভিযান

চট্টগ্রামের হাটহাজারীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন মাংস ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে হাটহাজারীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

তিনি বলেন, রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে গরুর মাংসের দাম বেশি নেয়া হচ্ছে এমন খবর পেয়ে ছদ্মবেশে যাই হাটহাজারী বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন মাংসের দোকানে। মাংস দোকানী বলেন, একদাম কেজি ৭শ’ টাকা। পরের দোকানি বলেন আপনাকে ৫০ টাকা সম্মান করবো ৬৫০ টাকা একদাম।

এর পরে অভিযান চালিয়ে তিন মাংস বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

রুহুল আমিন আরও জানান, তিন দিন আগে তাদের সঙ্গে বৈঠকে মাংস বিক্রেতারা সিদ্ধান্ত দিয়েছিলে ৫০০ থেকে ৫৭০ টাকায় মান ভেদে মাংস বিক্রি করবেন। কিন্তু বাস্তবে তারা কথা রাখেনি। তাই আইনের কঠোর প্রয়োগ ছাড়া বিকল্প নেই।